• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩০,

বৈধ দোকান মালিকদের উচ্ছেদ নোটিশের প্রতিবাদে মানববন্ধন 


কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২১, ০৬:০২ পিএম
বৈধ দোকান মালিকদের উচ্ছেদ নোটিশের প্রতিবাদে মানববন্ধন 

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার আগরপুর বাজারের রবি সম্প্রদায় ও বাজারের বৈধ দোকান মালিকদের উচ্ছেদ নোটিশের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৮ সেপ্টেম্বর) বেলা ৩টায় আগরপুর বাজারে বসবাসরত রবি সম্প্রদায় ও বাজারের বৈধ দোকান মালিকরা এই মানববন্ধন করেন।

মানববন্ধনে আসা ব্যক্তিদের হাতে শোভা পাচ্ছিল ‘উন্নয়ন নাকি জীবন’, ‘উন্নয়নের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করুন’, ‘উচ্ছেদ নোটিশ প্রত্যাহার করতে হবে, প্রকৃত মালিকগণের ন্যায়বিচার নিশ্চিত করুন’সহ বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড। 

মানববন্ধনে বক্তারা বলেন, অমানবিক আদেশ প্রত্যাহার করতে হবে। সেই সঙ্গে প্রকৃত মালিকগণের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে এর সুষ্ঠু সমাধান আশা করছি। 

এ সময় উপস্থিত ছিলেন ভিট মালিক ও সাবেক মেম্বার আব্দুল করিম, ভিট মালিক আল সাকী জাভেদ, আব্দুল মান্নান মেম্বার, নির্মল চন্দ্র মোদক, বীণা রাণী রবি দাস।

Link copied!